
ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর কি কাজ?
ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের কাজ থাকবে আমাদের ইনস্টিটিউটে IELTS কোর্স অথবা ভিসা প্রসেসিং এর জন্য স্টুডেন্ট রেফার করা এবং আমাদের কার্যক্রম অর্থাৎ IELTS কোর্স অথবা ভিসা প্রসেসিং সম্পর্কে ধারনা দেওয়া। যেহেতু আমরা অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস এবং বই+ভিডিও লেকচার অফার করছি, সেহেতু দেশের যেকোন প্রান্ত থেকে স্টুডেন্ট রেফার করা যাবে।
কিভাবে 10% সম্মানি দেয়া হবে?
আপনি যদি আমাদের ১০ হাজার টাকার সমমূল্যের IELTS কোর্সের জন্য স্টুডেন্ট রেফার করেন তাহলে আপনি তার দশ পার্সেন্ট অর্থাৎ ১০০০ টাকা পাচ্ছেন। আপনার সম্মানি ১ দিনের মধ্যে ক্যাশ, বিকাশ অথাবা নগদ এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।
সুবিধা
ব্র্যান্ড অ্যাম্বাসেডরগণ প্রতি রেফারেন্স এর জন্য 10% সম্মানি পাবেন। এছাড়াও আইডি কার্ড ভিজিটিং কার্ড এবং পারফরম্যান্স ভালো হলে অফিসে নিজ ডেস্ক পাবেন।
কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবেন?
বাংলাদেশের যে কেউ নিচে দেয়া ফরমটি পূরণ করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবেন। চূড়ান্ত নির্বাচন শেষে IELTS SPIRIT এর পক্ষ থেকে আপনাকে ইনভাইটেশন লেটার পাঠানো হবে।
আরও কিছু প্রশ্ন?
+8801684955156
Ruhit Khan
Branding Officer, IELTS SPIRIT